হোম > সারা দেশ > নীলফামারী

‘আজকের পত্রিকা দু শ বছরের অধিককাল টিকে থাকুক’

নীলফামারী প্রতিনিধি

‘মাত্র দুই বছরে আজকের পত্রিকা পাঠকের আস্থা অর্জন করেছে। এর পেছনে কাজ করেছেন দক্ষ এক ঝাঁক সংবাদকর্মী। এদের মাধ্যমে উঠে এসেছে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান মানুষের কথা। যার প্রমাণ অনুষ্ঠানে উপস্থিত নারী ক্রিকেটার মারুফা আকতার। দুই বছর নয়, পত্রিকাটি দু শ বছরের অধিককাল টিকে থাকুক।’ এমনই মন্তব্য করেছেন নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 

আজ বৃহস্পতিবার নীলফামারী প্রেসক্লাবে আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃতী নারী ক্রিকেটার মারুফা আকতার। স্বাগত বক্তব্য দেন আজকের পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন। সঞ্চালনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা রুপম। 

বিশেষ অতিথি ক্রিকেটার মারুফা আকতার বলেন, ‘পত্রিকার ভালো খবর পাঠকের সংখ্যা বৃদ্ধি করে। তাই অনেক পত্রিকার ভিড়ে মানসম্মত পত্রিকা পাঠকের কাছে টিকে থাকে।’ 

তিনি বলেন, ‘আমার সামনে এখনো অনেক দিন পড়ে আছে। আমার লক্ষ্য হচ্ছে, বাংলাদেশ দলকে নিয়মিত ভালো কিছু দেওয়া। আর এ জন্য সবার কাছে চাই দোয়া ও উৎসাহ।’ 

এ ছাড়া বক্তব্য দেন আরটিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সম্পাদক হাসান রাব্বী প্রধান, বাসস প্রতিনিধি ভুবন রায় নিখিল, প্রথম আলো প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, যমুনা টেলিভিশন প্রতিনিধি আতিয়ার রহমান বাড্ডা, ডেইলি স্টার প্রতিনিধি আসাদুজ্জামান টিপু, দৈনিক করতোয়া সৈয়দপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ। 

উপস্থিত ছিলেন একাত্তর টিভির জেলা প্রতিনিধি বিজয় কাজল চক্রবর্তী, ডিবিসি নিউজের রিনি সরকার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মাহমুদ আল হাসান রাফিন, সমকালের আমিরুল হক , আজকের পত্রিকার ডোমার প্রতিনিধি ইয়াসিন সিথুন, ডিমলা প্রতিনিধি মাসুদ পারভেজ রুবেল, সৈয়দপুর প্রতিনিধি রেজা মাহমুদ, কিশোরগঞ্জ প্রতিনিধি সিএমএম তপন, ঢাকা পোস্টের শরিফুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের ওয়ালি মাহমুদ সুমন, খোলা কাগজের মোশারফ হোসেন, আলোকিত সকালের ইব্রাহীম সুজন, সময়ের কণ্ঠস্বরের ফরহাদ হোসেন, পত্রিকা ব্যবসায়ী ডালিম কুমার, লিংকন প্রমুখ। 

অনুষ্ঠান শুরুর আগে প্রেসক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহীপাড়া মোড়ে এসে শেষ হয়।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড