হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গরুবাহী ভটভটি উল্টে শহিদুল ইসলাম (৫০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার সকাল ৯টার দিকে ফুলবাড়ী-লালমনিরহাট সড়কের টিকটিকির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহত শহিদুল ইসলাম উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামের মৃত কপুর উদ্দিনের ছেলে। আহতরা হলেন, একই ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের মোঘল মিয়া (৪৫), রইস উদ্দিন (৫০) ও সেলিম মিয়া (৩৫)। 

নিহতের স্বজন জলিল পারভেজ জানান, রোববার সকালে শহিদুল ইসলামসহ অন্য গরু ব্যবসায়ীরা একটি শ্যালো মেশিনচালিত ভটভটিতে গরু নিয়ে লালমনিরহাট জেলার বড়বাড়ি হাটের দিকে  রওনা হন। ভটভটিটি টিকটিকির হাট এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের চাকা খুলে রাস্তার পাশের খাড়ে উল্টে পাড়ে। এতে ঘটনাস্থলেই শহিদুল নিহত হন এবং অন্যান্যরা  আহত হন। পরে স্থানীয়রা  আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। 

ফুলবাড়ী থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ