হোম > সারা দেশ > রংপুর

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

 পীরগাছা (রংপুর) প্রতিনিধি 

হেঁটে তিস্তা নদী পার হচ্ছেন এক ব্যক্তি। সম্প্রতি রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব চরে। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগাছা উপজেলা দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা তিস্তা নদীতে এখন হাঁটুপানি। যে তিস্তায় একসময় উত্তাল ঢেউ ছিল, সেখানে এখন ধু-ধু বালুচর। নাব্যতা হারিয়ে তিস্তা নদী এখন যেন একটি মরা খাল। এর পানি শুকিয়ে যাওয়ায় প্রায় ৪ হাজার জেলে ও মাঝি বেকার হয়ে পড়েছেন। পরিবার নিয়ে তাঁদের মানবেতর জীবন কাটছে।

জানা গেছে, পুঁজির অভাবে এসব ব্যক্তি না পারছেন বাইরের জেলায় গিয়ে কাজ করতে; না পারছেন রিকশা-ভ্যান চালাতে। শুধু তিস্তা নয়, এ অবস্থা পীরগাছার বুড়াইল, মাষাণকুড়া, আলাইকুমারী ও ঘাঘট নদের ওপর নির্ভরশীল জেলে পরিবারগুলোরও।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পীরগাছার উপজেলার ওপর দিয়ে প্রবাহিত তিস্তা, বুড়াইল, মাষাণকুড়া, আলাইকুমারী ও ঘাঘট নদীর ওপর নির্ভরশীল প্রায় ৪ হাজার জেলে পরিবার। তারা বছরের ৬ মাস এসব নদীতে মাছ ধরে স্থানীয় বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আর বাকি ৬ মাস দেশের বিভিন্ন স্থানে ধান কাটা, রিকশা-ভ্যান চালানোসহ নানা ধরনের কাজ করে। বর্তমানে নদী শুকিয়ে যাওয়ায় তারা এখন বেকার। নদীতে পানি নেই, হাতে কাজ নেই, বাইরে যাওয়াও বন্ধ। ফলে কাজে যেতে না পেয়ে জেলে পরিবারগুলোতে চলছে দুর্দিন। ধার-দেনা করে জর্জরিত হয়ে পড়ছে পরিবারগুলো। সরকারি কোনো সাহায্যে-সহযোগিতা তারা পায় না বলে জানিয়েছে।

পীরগাছার ছাওলা ইউনিয়নের তিস্তা নদীর পাড়ে বসবাস করা আলাউদ্দিন, শাহীন মিয়া, নিমাই চন্দ্রসহ অনেকে বলেন, ‘বর্ষা মৌসুমে নদীতে মাছ ধরে স্থানীয় বাজারে বিক্রি করি। আর বাকি দিনগুলোতে রিকশা-ভ্যান চালানোসহ দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করি। এখন বেকার। ধার-দেনা করে চলছি কোনোমতে। বাইরে যাওয়ার মতো টাকা নেই। আবার বাইরে গেলে বাড়িতে খরচ করে খাবার কোনো উপায় নেই। কোনোমতে কষ্টে দিন চলছে।’

এ ব্যাপারে ছাওলা ইউপি চেয়ারম্যান নজির হোসেন বলেন, নদীবেষ্টিত এলাকার মানুষের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সরকারি যেকোনো বরাদ্দ এলে তাঁদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বণ্টন করা হয়।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু