হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে স্ত্রী নির্যাতনের মামলায় বিজিবি সদস্য হাজতে

পঞ্চগড় প্রতিনিধি

স্ত্রী নির্যাতনের মামলায় পঞ্চগড়ে আব্দুল কাইয়ুম (৩১) নামে এক বিজিবি সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে, উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত এ নির্দেশ দেন।

আব্দুল কাইয়ুম রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবিতে কর্মরত রয়েছে। 

মামলার এজাহারে উল্লেখ আছে, ১২ মার্চ ২০১৭ সালে পঞ্চগড় সদরের তোফাজ্জল হোসেনের ছেলে আব্দুল কাইয়ুম এর সঙ্গে, একই উপজেলার ইসলামবাগ এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে আলেয়া খাতুনের সঙ্গে ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে হয়। 

বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে ৫ লাখ টাকার উপহার সামগ্রী দেন। বিবাদী আব্দুল কাইয়ুম বিজিবি সদস্য হওয়ায় রাজশাহী বিজিবি হেডকোয়ার্টারে অবস্থান করা কালীন বিপথে টাকা পয়সা নষ্ট করে ফেলে এবং সংসারের প্রতি উদাসীন হয়ে বাড়িতে আসে। যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। একপর্যায়ে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় স্থানীয়ভাবে আপসে বসে কিন্তু যৌতুকের দাবি অব্যাহত রাখায় আপস হয়নি। 

পরে আলেয়া খাতুন বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা আনয়ন করেন। ১৭ ফেব্রুয়ারি ২০২১ সালে আপসের কথা বলে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করে। নানা নাটকীয়তায় স্ত্রীকে বাড়িতে এনে মারপিটে গুরুতর জখম করে বাড়ি থেকে বের করে দেয়। পরে হাসপাতাল চিকিৎসা নিয়ে থানায় মামলা করতে গেলে বিজ্ঞ আদালতে মামলা আনয়ন করার পরামর্শ দেন। 

বাদী পক্ষের আইনজীবী অ্যাড আব্দুল্লাহ আল মামুন জানান, স্ত্রী নির্যাতনের মামলায় বিজিবি সদস্য আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে, উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত