হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ভারতীয় দাবি করা চিকিৎসকের ২ বছর কারাদণ্ড ও জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি

তিনি নিউরো সুপার স্পেশালিস্ট, জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ, আবার ব্রেইন স্পাইন নার্ভ বিশেষজ্ঞও। চিকিৎসা শাস্ত্রের এমন ছয়-সাতটি ক্ষেত্রে ভারত থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে ঠাকুরগাঁও এসে এক বছর ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন শরিফুল ইসলাম (৩৯) নামের এক চিকিৎসক। 

আজ শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান আসিফ নেতৃত্বে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকার আমাদের হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অভিযান চালানোর পর বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চেম্বার থেকে আটকের পর তিনি বৈধ সনদ ও আইডি দেখাতে ব্যর্থ হন এবং নিজের অপরাধের কথা স্বীকার করায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত শরিফুল ইসলাম নিজেকে ভারতীয় চিকিৎসক দাবি করে শহরের আমাদের হাসপাতালে জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ ও ব্রেইন স্পাইন নার্ভ বিশেষজ্ঞ হিসেবে সাইনবোর্ড টাঙিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বিষয়টি জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান আসিফ ও সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার ইফতেখায়রুল ইসলাম তাঁর চেম্বারে এদিন দুপুরে অভিযান পরিচালনা করেন। 

এ সময় কয়েক দফা জেরার পর শরিফুল নিজেকে বাংলাদেশ-ভারতের দ্বৈত নাগরিক বলে স্বীকার করেন। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে তাঁর বাড়ি।
 
অভিযানের পর আবাসিক মেডিকেল অফিসার ইফতেখায়রুল ইসলাম বলেন, ‘ভুয়া চিকিৎসক শরিফুল ইসলাম তার নেমপ্লেটে ভারতের রাজীব গান্ধী স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন বলে উল্লেখ করেন। পরে আমরা তার ভারতীয় এসএসসি ও এইচএসসি সার্টিফিকেট ও তার মেডিকেল সার্টিফিকেটসহ সবকিছু যাচাই-বাছাই করে দেখি সবগুলোই ভুয়া। ওই দেশে (ভারতের) তার কোনো এমবিবিএস ডিগ্রি নেই।’ 

‘বাংলাদেশে বিএমডিসির মতো ওই দেশেও একটি রেজিস্ট্রেশন নম্বর থাকে সেটিও ভুয়া। এমনকি তার এসএসসি সনদটিও ভুয়া। পরে তার মোবাইলটি ঘেঁটে দেখা যায় সে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। ভারতীয় কাগজপত্র ইস্যু করে ভারতীয় ডাক্তার সেজে রোগীদের প্রতারিত করে আসছে। তবে সে মৌখিকভাবে স্বীকার করেছে দ্বৈত নাগরিক।’

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান আসিফ বলেন, ‘দণ্ডিত ব্যক্তির ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়েছে। তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য তাদের হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।’

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস