হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ফুলবাড়ীতে নলকূপ বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে মিস্ত্রির মৃত্যু 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নলকূপ বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে এক মিস্ত্রি মারা গেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিস্ত্রির নাম আজিজুল হক (৪৫)। তিনি জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মরা গাগলা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল আলম মিঞা সোহেল। তিনি বলেন, ‘আজিজুল হকের লাশ তাঁর গ্রামের বাড়িতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’ 

নিহতের সহযোগী রেজাউল ও মজিদুল জানান, আয়রনমুক্ত নলকূপ বসানোর জন্য হেড মিস্ত্রি আজিজুল হক সাতজন সহযোগী নিয়ে আজ সকালে ফকিরপাড়া গ্রামের হারুন মিয়ার বাড়িতে আসেন। সেখানে নলকূপ বসানোর কাজ করার সময় অসাবধানতাবশত লোহার পাইপ বিদ্যুতের লাইনের তারে লেগে বিদ্যুতায়িত হন আজিজুল হক। 

বিদ্যুতায়িত হয়ে আজিজুল হক গুরুতর আহত হন। সহযোগীরা ও স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হুমায়রা বেগম বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই আজিজুল হকের মৃত্যু হয়েছে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ