হোম > সারা দেশ > দিনাজপুর

এক দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের স্টিম পাইপ ফেটে বন্ধ হয়ে যাওয়া তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ইউনিটটি মেরামতের পর চালু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎকেন্দ্রর প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। এর আগে শনিবার স্টিম পাইপ ফেটে গেলে ওই ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে একটি ইউনিট ওভারহোলিংয়ে রেখে বাকি দুটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন চলছিল। শনিবার স্টিম পাইপ ফেটে গেলে ওই ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় তৃতীয় ইউনিটটি মেরামত করে পুনরায় চালু করা হয়। এখান থেকে বর্তমানে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

তাপবিদ্যুৎকেন্দ্রর প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যায় মেরামত শেষে তৃতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে তাপবিদ্যুৎকেন্দ্রে সচল দুটি ইউনিট চালতে প্রতিদিন ৩ হাজার ৩০০ টন কয়লার প্রয়োজন হচ্ছে।

প্রধান প্রকৌশলী আরও বলেন, সচল দুটি ইউনিটের মধ্যে তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন ২৭৫ মেগাওয়াট এবং ১ নম্বর ইউনিট থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার