হোম > সারা দেশ > দিনাজপুর

এক দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের স্টিম পাইপ ফেটে বন্ধ হয়ে যাওয়া তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ইউনিটটি মেরামতের পর চালু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎকেন্দ্রর প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। এর আগে শনিবার স্টিম পাইপ ফেটে গেলে ওই ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে একটি ইউনিট ওভারহোলিংয়ে রেখে বাকি দুটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন চলছিল। শনিবার স্টিম পাইপ ফেটে গেলে ওই ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় তৃতীয় ইউনিটটি মেরামত করে পুনরায় চালু করা হয়। এখান থেকে বর্তমানে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

তাপবিদ্যুৎকেন্দ্রর প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যায় মেরামত শেষে তৃতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে তাপবিদ্যুৎকেন্দ্রে সচল দুটি ইউনিট চালতে প্রতিদিন ৩ হাজার ৩০০ টন কয়লার প্রয়োজন হচ্ছে।

প্রধান প্রকৌশলী আরও বলেন, সচল দুটি ইউনিটের মধ্যে তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন ২৭৫ মেগাওয়াট এবং ১ নম্বর ইউনিট থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস