ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে গেছে দুটি পরিবারের ৮টি ঘর। দগ্ধ হয়ে মারা গেছে দুটি গবাদিপশু। আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ মঙ্গলবার ভোরে পাইকপাড়া গ্রামের সাবদুল ইসলামের ছেলে ফয়জুল ইসলাম ও তাঁর ভাই সাইফুল ইসলামের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস বিভাগের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ফয়জুল ইসলাম ও সাইফুল ইসলাম বলেন, রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় ৮টি বসতঘর। অগ্নিকাণ্ডে একটি গরু, একটি ছাগল, ৭০ হাজার টাকাসহ প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।