হোম > সারা দেশ > রংপুর

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলার ঘটনায় ৫ জন গ্রেপ্তার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলার ঘটনায় গ্রেপ্তার আসামিরা। ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বসতবাড়িতে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাশের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে ভুক্তভোগী এক পরিবার বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগে মামলা করে।

পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি। তবে গোয়েন্দা সূত্রে জানা গেছে, মো. ইয়াছিন আলী (২৫), স্বাধীন মিয়া (২৮), আশরাফুল ইসলাম (২৮), এস এম আতিকুর রহমান খান ও সাদ্দাম হোসেন সেলিম (২২) নামের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা ঘটনাস্থলের পাশেই কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের বাসিন্দা। ঘটনার দিন ওই এলাকা থেকে এসে একদল লোক ধর্ম অবমাননার অভিযোগ তুলে হামলা চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যৌথ বাহিনী অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে ঘটনাস্থানের আশপাশের এলাকার থেকে তাঁদের গ্রেপ্তার করে।

গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার মামলায় যৌথ বাহিনীর অভিযানে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কতজন গ্রেপ্তার হয়েছেন, তা আমার জানা নেই। এ বিষয়ে ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) স্যার ভালো বলতে পারবেন।’

এ বিষয়ে ওসি আল এমরানের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি সাড়া দেননি।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, ‘গঙ্গাচড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় গতকাল রাতে মামলা হওয়ার পর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি