হোম > সারা দেশ > রংপুর

জি এম কাদেরের বাড়িতে হামলা: জাপা-এনসিপির পাল্টাপাল্টি মামলা

রংপুর প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

রংপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। আজ রোববার রাতে কোতোয়ালি থানায় মামলা দুটি রেকর্ড করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সেনপাড়ায় দ্য স্কাই ভিউতে জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন শুক্রবার রাতে জাপার নেতারা কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা করেন।

তবে সে সময় অভিযোগ গ্রহণ করলেও মামলা রেকর্ড না করায় অসন্তোষ প্রকাশ করেন জাপা নেতারা। শনিবার দুপুরে দলের কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা থানার ওসিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন মামলা গ্রহণে।

এরই পরিপ্রেক্ষিতে আজ রোববার জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সদস্যসচিব আরিফ আলীর দায়েরকৃত মামলা রেকর্ড করে পুলিশ, যেখানে ২২ জনের নাম উল্লেখ করে এবং ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অপর দিকে শনিবার পাল্টা মামলা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর মহানগর শাখার সংগঠক আলমগীর রহমান নয়ন। তিনি অভিযোগে বলেন, শান্তিপূর্ণ মিছিল নিয়ে গ্র্যান্ড হোটেল মোড় হয়ে সেনপাড়া চৌরাস্তার দিকে যাওয়ার সময় জি এম কাদেরের নির্দেশে তাঁর সমর্থকেরা মিছিলে হামলা চালায়, এতে তাঁদের চারজন কর্মী আহত হন।

এ মামলায় জি এম কাদের, মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাপার ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরও ৮০-৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ বিষয়ে ওসি আতাউর রহমান বলেন, উভয় পক্ষের দায়েরকৃত মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি