হোম > সারা দেশ > লালমনিরহাট

কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে এক কলেজছাত্রীকে (২৩) অপহরণের অভিযোগে কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে আজ ভোরে কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহরণের শিকার ওই কলেজছাত্রীকে উদ্ধার করে পুলিশ। 

গতকাল শনিবার জোরপূর্বক অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। জাহাঙ্গীর আলম আঙ্গুর ওই উপজেলার দক্ষিণ ঘনেশ্যাম এলাকার রবিউল ইসলামের ছেলে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক। 

পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম আঙ্গুর গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় রংপুর কারমাইকেল কলেজের মাস্টার্সে পড়ুয়া এক ছাত্রীকে উপজেলার কাঞ্চনশ্বর গ্রামের নিজ বাড়ির সামনের রাস্তা থেকে অপহরণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা আঙ্গুরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রোববার ভোরে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধার করা হয়। 

কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব মেহেরবান মিঠু জানান, বিষয়টি জাহাঙ্গীর আলম আঙ্গুরের ব্যক্তিগত অপকর্ম। বিষয়টি জেলা নেতৃবৃন্দকে জানানো হয়েছে। 
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ