হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নিখোঁজের ২ দিন পর মাদ্রাসাকক্ষ থেকে শিক্ষকের লাশ উদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুই দিন পর নিজ মাদ্রাসার কক্ষ থেকে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার পরশুরামেরকুটি তামিরুল উম্মাহ নুরানি মাদ্রাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মাদ্রাসা শিক্ষক আবু তালেব (৩০)। তিনি বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। গত মঙ্গলবার ফজরের নামাজের পর থেকে তিনি নিখোঁজ হন। 

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে বাড়ির পাশের মসজিদে ফজরের নামাজ পড়তে যান আবু তালেব। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি। আজ দুপুরে পর মাদ্রাসার একটি কক্ষের মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

নিহতের ছোট ভাই রেজাউল ইসলাম বলেন, ‘মঙ্গলবার ফজরের নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আমার ভাই আর বাড়িতে ফেরেন নাই। মাদ্রাসা ঈদের বন্ধ থাকায় তিনি সেখানে যাবেন এটা আমাদের ভাবনায় আসেনি। ভাইকে দু’দিন বিভিন্ন জায়গায় খোঁজার পর আজ দুপুরে মাদ্রাসায় গিয়ে মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখতে পাই। এ সময় মাদ্রাসার গেট ও দরজা খোলা ছিল।’ 

সিনিয়র সহকারী পুলিশ সুপার মোরশেদুল হাসান জানান, ‘মাদ্রাসা শিক্ষকের মৃত্যু প্রাথমিকভাবে অস্বাভাবিক বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত