হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে গোর এ শহীদ ঈদগাহের মুসল্লিদের জন্য দুটি বিশেষ ট্রেন

দিনাজপুর প্রতিনিধি

ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরে গোর এ শহীদ বড় ময়দান ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। আজ শনিবার তিনি মাঠটি পরিদর্শন করেন। 

এ সময় তিনি বলেন, ‘জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় মুসল্লিরা যাতে সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে জন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।’ 

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হুইপ বলেন, ‘এই সর্ববৃহৎ ঈদের নামাজ আদায়ের জন্য তিনি (প্রধানমন্ত্রী) দুটি স্পেশাল ট্রেন চালুর নির্দেশ দিয়েছেন। পঞ্চগড় থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে দিনাজপুর। মুসল্লিদের আনা নেওয়ার কাজে ব্যবহার করা হবে এই ট্রেন।

‘মুসল্লিদের নামাজে যেন কষ্ট না হয়, এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা ও মুসল্লিদের নিরাপত্তায়। এ ব্যাপারে পুলিশ সুপারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিকভাবে মনিটরিং করে সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করেছে।’ 

ইকবালুর রহিম আরও বলেন, ‘আমরা আশা করি, ঈদুল ফিতরের মতো এবারের সুন্দর ও সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারব।’ 

মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট প্রমুখ।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ