হোম > সারা দেশ > নীলফামারী

সরকারি কর্মসূচির শ্রমিক নিড়ানি দিচ্ছেন মেম্বারের জমি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে সরকারের ৪০ দিনের কর্মসূচির লোকদের দিয়ে করানো হচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের জমিতে নিড়ানির কাজ। এ ছাড়া অতিদরিদ্রদের কর্মসংস্থানের তালিকায় রয়েছে সচ্ছল ও মধ্যবিত্ত ব্যক্তিদের নাম। তালিকায় নাম থাকলেও বাস্তবে তাঁরা কাজ করেন না। তালিকায় রয়েছে সরকারি একাধিক সুবিধাভোগীও।  

এমন অভিযোগ কামারপুকুরের ধলাগাছ সমাজ কল্যাণ সংগঠনের ৷ সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জুয়েল উপজেলা প্রশাসনকে লিখিত অভিযোগ করেছেন। মো. জুয়েল বলেন, প্রকল্পের বরাদ্দের বড় একটি অংশের ভাগ যায় প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রকল্প বাস্তবায়ন দপ্তরে। তাই তো লিখিত অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। 

সৈয়দপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু হাসনাত সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যে প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে অনিয়মের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে জানানো হয়েছে।’ 

জানা যায়, উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৪০ দিনের কর্মসূচিতে অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছে ওই এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অভিযোগে বলা হয়, কর্মসূচিতে প্রকল্পের তালিকায় ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ২১ জনের মধ্যে ৯ জনই ১০ টাকার রেশন কার্ড ভিজিডিসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে থাকেন। আবার কয়েকজনের নাম থাকলেও ফোন নম্বর অন্যজনের রয়েছে। ৪০ দিনের কর্মসূচির শ্রমিকদের দিয়ে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মুহিত আলাল তাঁর নিজস্ব জমিতে নিড়ানি দিচ্ছেন, যা প্রকল্পের নিয়মবহির্ভূত কাজ।

কামারপুকুর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি, নামগুলো সংশোধন করা হবে। তবে ইউপি সদস্যের জমি নিড়ানির বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে।’ 

আনোয়ার হোসেন আরও বলেন, ‘ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচির মধ্যে এবার ৩০ দিনের কাজ হবে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ