হোম > সারা দেশ > দিনাজপুর

আন্দোলনরত খনি শ্রমিকদের দাবি আংশিক মেনে নিয়েছে কর্তৃপক্ষ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের অধীনে কর্মরত দেশি শ্রমিকদের মাসব্যাপী আন্দোলনের পর, তাদের আংশিক দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। 

মোট শ্রমিকদের মধ্য থেকে প্রথম পর্যায়ে ২১২ জন শ্রমিককে আজ শনিবার কাজে যোগদানের জন্য খনির ভেতরে করোনা পরীক্ষা করে খনি কর্তৃপক্ষ। এসব শ্রমিকেরা খনির অভ্যন্তরে এক সপ্তাহের কোয়ারেনটিনে থাকার পর কাজে যোগ দেবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, একইভাবে প্রতি সপ্তাহে ২০০ জন করে মোট ৮৫০ জন শ্রমিককে পর্যায়ক্রমে খনিতে কাজ করার জন্য প্রবেশের অনুমতি দেওয়া হবে। 
 
এর আগে গতকাল শুক্রবার রাতে খনির অভ্যন্তরে কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারী শ্রমিকদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে শ্রমিকদের আংশিক দাবি মেনে নিলে আন্দোলন স্থগিত করা হয়। 

কাজে যোগ দেওয়ার বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান জানান, ‘শুক্রবার রাতে খনি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের একটি বৈঠক হয়। কর্তৃপক্ষ আমাদের আংশিক দাবি মেনে নিলে আমরা আন্দোলন স্থগিত করি। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে মোট ৮৫০ শ্রমিকদের মধ্য থেকে ২১২ জন শ্রমিককে করোনার পরীক্ষা করা হয়। রোববার তাঁরা খনির অভ্যন্তরে প্রবেশ করে এক সপ্তাহের কোয়ারেনটিন শেষে কাজে যোগদান করবেন।’ 

বিষয়টি নিয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামান খান জানান, শুক্রবার রাতে শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়েছে। করোনা পরীক্ষা ও কোয়ারেনটিন মেনে পর্যায়ক্রমে শ্রমিকেরা কাজে যোগ দেবেন। তিনি আরও বলেন, বর্তমানে খনির উৎপাদন কাজ বন্ধ রয়েছে, নতুন ফেজের উন্নয়নকাজ চলছে। 

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের শ্রমিকেরা গত ১১ এপ্রিল খনি কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। ওই দিন ঘোষিত কর্মসূচি অনুযায়ী মাসব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন তাঁরা। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ