হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ‘ঋণের চাপ সইতে না পেরে প্রধান শিক্ষকের আত্মহত্যা’

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে রবীন্দ্র দেবনাথ (৫৫) নামের মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে সদর উপজেলার কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবি, ঋণের চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

রবীন্দ্র দেবনাথ সদর উপজেলার ভুল্লী থানার চরণখোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

রবীন্দ্র দেবনাথের ছোট ভাই কৃষ্ণ চন্দ্র দেবনাথ বলেন, গতকাল বিদ্যালয় থেকে বাড়ি ফেরেন তাঁর ভাই। বিকেলে স্থানীয় বাজারে যান। রাত ১০টার দিকে বাড়ির অদূরে বাঁশঝাড়ে বাঁশের সঙ্গে তাঁর লাশ রশিতে ঝুলতে দেখেন প্রতিবেশীরা। তাঁদের চিৎকার শুনে বাজারের লোকজন এসে পুলিশে খবর দেন।

কৃষ্ণ চন্দ্র দেবনাথ আরও বলেন, তাঁর ভাই বিভিন্ন জায়গা থেকে ঋণ নেওয়ার পর তা শোধ করতে পারছিলেন না। এ কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন।

কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকার রুবেল রানা নামের এক শিক্ষার্থী বলেন, কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। এনজিওর চাপে পড়ে আত্মহত্যার এ রকম আরও অনেক উদাহরণ রয়েছে।

একই গ্রামের সাহেরুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, একজন প্রধান শিক্ষকের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। বিষয়টি খতিয়ে দেখা দরকার।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, রবীন্দ্র দেবনাথ সহজ-সরল ও একজন আদর্শ শিক্ষক ছিলেন। সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পেরে মানসিক চাপে ছিলেন। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে চাপের মুখে তিনি হয়তো আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ঋণের চাপে ওই প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই সৎকারের জন্য লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ