হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ‘ঋণের চাপ সইতে না পেরে প্রধান শিক্ষকের আত্মহত্যা’

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে রবীন্দ্র দেবনাথ (৫৫) নামের মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে সদর উপজেলার কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবি, ঋণের চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

রবীন্দ্র দেবনাথ সদর উপজেলার ভুল্লী থানার চরণখোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

রবীন্দ্র দেবনাথের ছোট ভাই কৃষ্ণ চন্দ্র দেবনাথ বলেন, গতকাল বিদ্যালয় থেকে বাড়ি ফেরেন তাঁর ভাই। বিকেলে স্থানীয় বাজারে যান। রাত ১০টার দিকে বাড়ির অদূরে বাঁশঝাড়ে বাঁশের সঙ্গে তাঁর লাশ রশিতে ঝুলতে দেখেন প্রতিবেশীরা। তাঁদের চিৎকার শুনে বাজারের লোকজন এসে পুলিশে খবর দেন।

কৃষ্ণ চন্দ্র দেবনাথ আরও বলেন, তাঁর ভাই বিভিন্ন জায়গা থেকে ঋণ নেওয়ার পর তা শোধ করতে পারছিলেন না। এ কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন।

কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকার রুবেল রানা নামের এক শিক্ষার্থী বলেন, কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। এনজিওর চাপে পড়ে আত্মহত্যার এ রকম আরও অনেক উদাহরণ রয়েছে।

একই গ্রামের সাহেরুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, একজন প্রধান শিক্ষকের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। বিষয়টি খতিয়ে দেখা দরকার।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, রবীন্দ্র দেবনাথ সহজ-সরল ও একজন আদর্শ শিক্ষক ছিলেন। সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পেরে মানসিক চাপে ছিলেন। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে চাপের মুখে তিনি হয়তো আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ঋণের চাপে ওই প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই সৎকারের জন্য লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ