হোম > সারা দেশ > কুড়িগ্রাম

রৌমারীতে ১৮১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে ১৮১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চর শৌলমারী বাজারের একটি বসতবাড়ি ও দুটি গুদাম থেকে এসব চিনি উদ্ধারের ঘটনা ঘটে। প্রতি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে। 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ১৮১ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। 

পুলিশ জানায়, রৌমারী থানার ওসি আব্দুল্লা হিল জামানের নেতৃত্বে চর শৌলমারী বাজারের একটি বসতবাড়ি ও একটি গোডাউনে অভিযান চালায় পুলিশ। এ সময় আমির চাঁন (৪৫) ও চান্দু মিয়া (৫৫) নামের দুই অবৈধ মজুতকারী পালিয়ে যান। 

গুদাম তালাবদ্ধ থাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. আছিফ উদ্দীন মিয়া ও রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তালা ভাঙার ব্যবস্থা করেন। তাঁদের উপস্থিতিতে আমির চাঁনের বাড়ি থেকে ৩০ বস্তা, চর শৌলমারী বাজারে অবস্থিত তাঁর গুদাম থেকে ১২৫ বস্তা এবং একই বাজারের চান্দু মিয়ার গুদাম থেকে ২৬ বস্তা চিনি উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে প্রায় ৯ মেট্রিক টন চিনি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। 

ওসি আব্দুল্লা হিল জামান বলেন, ‘ভারতীয় বস্তায় প্যাকেটজাত করা এসব চিনি উপজেলার কাউয়ার চর দিয়ে অবৈধ পথে এনে মজুত করা হয়েছে। চোরাচালানে জড়িত আমির চাঁন ও চান্দু মিয়া পলাতক রয়েছেন।’ 

ওসি বলেন, ‘জব্দ চিনি থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযোগ ওঠা দুজনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।’ 

স্থানীয় একাধিক সূত্র জানায়, উলিপুর উপজেলার সাহেবের আলগা ও রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ এবং রৌমারী উপজেলার হলহলিয়া ও জিঞ্জিরাম নদী হয়ে নৌপথে ভারতীয় চিনি রৌমারীর বিভিন্ন এলাকায় নিয়মিত প্রবেশ করছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ