হোম > সারা দেশ > লালমনিরহাট

পাটগ্রামে স্ত্রীকে হত্যার ঘটনায় যুবকের বিরুদ্ধে মামলা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে শাহিদা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ি গ্রামে ঘটে যাওয়া এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই। 

এদিকে ঘটনার পর থেকে ওই নারীর স্বামী দুলাল হোসেন (৪০) পলাতক রয়েছেন। তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ি গ্রামের বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। তিনি বলেন, ‘নিহত গৃহবধূর মরদেহ আজ (রোববার) সকালে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

স্থানীয়রা বলছেন, সন্ধ্যায় সাংসরিক বিষয় নিয়ে স্বামী দুলাল হোসেনের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় স্ত্রী শাহিদা বেগমের। একপর্যায়ে ধারালো বাশিলা (লোহার তৈরি বাঁশ কাটার অস্ত্র) দিয়ে মাথায় আঘাত করে স্বামী দুলাল হোসেন। এতে মাথায় গভীর খত হলে স্থানীয়রা উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মারা যায় শাহিদা বেগম। ঘটনার পর থেকে স্বামী দুলাল হোসেন পলাতক রয়েছেন। 

বুড়িমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খাইরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি পারিবারিক কলহের জেরে স্বামী দুলাল হোসেন স্ত্রী শাহিদা বেগমের মাথায় বাশিলা দিয়ে চোট দেয়। ইফতারের সময়ের ঘটনা। তখন লোকজন ব্যস্ত থাকার সুযোগে পালিয়ে যায় দুলাল হোসেন।’ 

পাটগ্রাম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাশিলার আঘাতে গৃহবধূ শাহিদার মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এতে তাঁর মৃত্যু হয়। হাসপাতালে ওই গৃহবধূকে মৃত অবস্থায় আনা হয়।’ 

মামলার সূত্র ও স্থানীয়রা জানান, সন্দেহপ্রবণ হয়ে বিভিন্ন বিষয় নিয়ে দুলাল হোসেনের সঙ্গে স্ত্রী শাহিদা বেগমের প্রায়ই কলহ হতো। এসব বিরোধের জেরে গতকাল সন্ধ্যা সাতটার দিকে ধারালো অস্ত্র বাশিলা দিয়ে স্ত্রী শাহিদার মাথায় চোট দেয় স্বামী দুলাল। শাহিদার ছেলে স্বাধীন (১৭) ঘরে গিয়ে তাঁর মাকে রক্তাক্ত অবস্থায় দেখে। এ সময় স্থানীয়দের সহায়তায় পাটগ্রাম হাসপাতালে নেওয়ার পথে মারা যান শাহিদা। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুলাল হোসেন ২০ বছর আগে ভালোবেসে বিয়ে করেন আপন খালাতো বোন শাহিদা বেগমকে। শুরু থেকে পাড়াপ্রতিবেশী কোনো নারী বা পুরুষের সঙ্গে কথা বলা, কারও বাড়ি যাওয়াকে পছন্দ করতেন না দুলাল। বিভিন্ন কারণে স্ত্রী শাহিদাকে সন্দেহ করায় প্রায়ই ঝগড়া হতো স্বামী-স্ত্রীর মধ্যে। গতকাল সকালে বাড়ির পাশে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় পালিত ছাগলকে ঘাস খাওয়াতে যান গৃহবধূ শাহিদা বেগম। বেলা ১১টায় বাড়িতে এলে স্ত্রীর সঙ্গে ঝগড়া দুলালের। এ ঘটনার জের ধরে দুলাল শাহিদার মাথায় ধারালো অস্ত্র দিয়ে চোট দেন। এতে নিহত হন স্ত্রী শাহিদা।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ