হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে রেললাইনের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুরে এক ও দুই নম্বর গুমটিসহ রেললাইনের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রেলপথ বিভাগ ও রেলওয়ে পুলিশের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ করা হয়। তবে রেললাইনের ওপরে পুরোনো কাপড়ের দোকানগুলো উচ্ছেদ না করায় সন্তুষ্ট নয় স্থানীয়রা। 

এর আগে গত বুধবার ‘রেলের কাজ বাধাগ্রস্ত' শিরোনামে সংবাদ প্রকাশিত হয় দৈনিক আজকের পত্রিকায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়। 

রেলপথ বিভাগ সূত্রে জানা যায়, ওই দিন সৈয়দপুর স্টেশন থেকে শহরের বানিয়াপাড়া ৩৪৬ নম্বর ব্রিজ পর্যন্ত ৮০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় উচ্ছেদ করা হয় এক ও দুই নম্বর রেলওয়ে গুমটির অস্থায়ী বাজারও। 

উচ্ছেদ অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস ও সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা। প্রকৌশলী সুলতান মৃধা বলেন, দৈনিকটিতে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। তাঁদের নির্দেশেই এটি করা হয়।

আরও পড়ুন:
ভেকু দিয়ে পাথর আনলোডে রেলপথের ১৫০ স্লিপার নষ্ট
পণ্য খালাসের কারণে ক্ষতিগ্রস্ত রেলওয়ের লুপ লাইন, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড