দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বেসরকারি বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর কর্মচারীদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী এবং তিনজন কর্মচারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
রোববার (১২ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গুরুতর আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী তালহা (২৪), আরাফাত (২৪), আল মামুন (২৪), ওমর ফারুক (২৩) ও তাওহিদুল (২৪)। এ ছাড়া আহত হন মবিনুর (২৩), জিন্নাহ (২৩), আশরাফুজ্জামান (২৩), মকছেদুল (২৪) ও বিনয় চন্দ্র (২৫) সহ আটজন।
আহত শিক্ষার্থীদের রাত ৭টায় পুলিশ উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে পাঁচজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় বলে জানায় পুলিশ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহি উদ্দিন মাহী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৩ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক-কর্মচারীসহ মোট ৮৩ জনের একটি দল ফিল্ড ওয়ার্কে বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শন শেষে বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীতে আসি। এরপর শিক্ষার্থীরা রাইডসে ওঠার একপর্যায়ে নারী শিক্ষার্থীকে স্বপ্নপুরীর কর্মচারীরা ইভটিজিং করে। শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে ওই কর্মচারীরা শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে গালাগালসহ মারমুখী হয়। এ সময় অন্য শিক্ষার্থীরা ছুটে আসলে দুপক্ষে সংঘর্ষ সৃষ্টি হয়।
নবাবগঞ্জের আবতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্বপ্নপুরী থেকে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বিষয়টি নিয়ে স্বপ্নপুরী কর্তৃপক্ষসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বসেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে স্বপ্নপুরীর ব্যবস্থাপক মিজানুর রহমান ও মুক্তি হোসেনের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন গ্রহণ ধরেননি।