কুড়িগ্রামে চার ডিম ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আজ শুক্রবার সকালে জেলা সদরের জিয়া বাজার ও আদর্শ পৌর বাজারে তদারকি অভিযানে ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
অভিযান সূত্র জানায়, শুক্রবার সকালে জেলা সদরের জিয়া বাজার ও আদর্শ পৌর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এ সময় ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে জিয়া বাজারের শমসের ডিম ঘরকে ১ হাজার টাকা, আদর্শ পৌর বাজারের বাবা মায়ের দোয়া বাণিজ্য ভাণ্ডারকে ৫০০ টাকা, মায়ের দোয়া বাণিজ্য ভাণ্ডারকে ১ হাজার টাকা, এম এম ডিম আড়ৎকে ৫০০ টাকা সহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে বাজার তদারকি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা শাহীন আহমেদ এবং কুড়িগ্রাম সদর থানা-পুলিশ।