হোম > সারা দেশ > কুড়িগ্রাম

শৈত্যপ্রবাহের সঙ্গে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা, তবুও খোলা রংপুরের স্কুলগুলো 

রংপুর প্রতিনিধি

রংপুর বিভাগের ওপর দিয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় শুধু কুড়িগ্রাম জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আজ বৃহস্পতিবার জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও নির্দেশনা অনুযায়ী বন্ধ হয়নি জেলার মাধ্যমিক ও প্রাথমিকের বিদ্যালয়গুলো। শ্রেণিকক্ষে জবুথুবু হয়ে ক্লাস করছে শিশু শিক্ষার্থীরা।

রংপুর আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ বৃহস্পতিবার রংপুরে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও লালমনিরহাটের ৯ দশমিক ৯, নীলফামারীর সৈয়দপুরে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সকাল থেকে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা গেছে। বন্ধের কোনো নির্দেশনা না পাওয়া পাঠদান করাচ্ছেন শিক্ষকেরা।

দুপুর ১২টায় তারাগঞ্জে জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, শিশুদের পাঠদান চলছে। শীতে জবুথুবু হয়ে ক্লাসে বসে আছে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক লেমন হোসেন বলেন, ‘মাউশি ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রংপুরে আজ ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা। কিন্তু আমরা কোনো বন্ধের নির্দেশনা পাইনি। তাই পাঠদান কার্যক্রম চালু রেখেছি।’ 
 
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিস রংপুরের বিভাগীয় উপপরিচালক মো. মোজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর ও কুড়িগ্রাম জেলায় শৈত্য প্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকা বিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। রংপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে জেনেছি। ১০ ডিগ্রি নিচে তাপমাত্রা হলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু