হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

মাদ্রাসা থেকে বের হওয়া ছাত্র হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিল বাড়ির অদূরে 

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় এক মাদ্রাসাছাত্রকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শনিবার ভোরে উপজেলার গেদুড়া ইউনিয়নের পাচঘরিয়া হাজিপাড়া এলাকা থেকে রহিদুল ইসলাম (১৪) নামে ওই কিশোরকে জীবিত উদ্ধার করা হয়। 

তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করেনি পুলিশ। রশিদুল ওই এলাকার সুলতান আলীর ছেলে। সে ডাবরী গোরস্থান কওমী ও হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। 

রহিদুল ইসলামের পরিবার জানিয়েছে, আজ ভোর ৪টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে মাদ্রাসা থেকে বের হয় রহিদুল। পরে ওযু করে ঘরে ফেরার পথে বোরকা পরিহিত দুই অজ্ঞাত ব্যক্তি তাকে মুখ চেপে ধরলে সে অজ্ঞান হয়ে যায়। 

রহিদুল ইসলামের মা রোজিনা বেগম জানান, ভোর ৬টার দিকে বাড়ির অদূরে ভুট্টা খড়ের গাদার পাশে হাত, পা, চোখ কাপড় দিয়ে বাঁধা অবস্থায় তিনি রহিদুলকে দেখতে পেয়ে চিৎকার দেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে মুখ ও হাত-পায়ের বাঁধন খুলে দেখেন সে নিশ্বাস নিচ্ছে। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ অবস্থায় বাড়ি ফেরে রহিদুল। 

ডাবরী গোরস্থান কওমী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আলী হাসান বলেন, রহিদুল প্রায় সময় মাদ্রাসা ফাঁকি দিয়ে বাড়িতে চলে যেতো। পরে তাকে খোঁজাখুঁজি করা হয়। 

হরিপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাদ্রাসাছাত্র রহিদুল, মাদ্রাসার শিক্ষক ও তার অভিভাবককে জিজ্ঞাসাবাদ করেও এ ঘটনার কোনো সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবার ও মাদ্রাসা থেকে কোনো অভিযোগও কেউ দিতে চাচ্ছে না। তবে রহিদুলের সঙ্গে কথা বলে মনে হচ্ছে, সে সম্ভবত এ মাদ্রাসায় পড়তে চাচ্ছে না। যার কারণে সে ও তার সমবয়সী কয়েকজন মিলে এ কাণ্ডটি ঘটিয়েছে।’ 

এক প্রশ্নের জবাবে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘হত্যার উদ্দেশ্যে তাকে কেউ বাঁধলে পাশে নদী ছিল সেখানে ফেলে দিত। অথবা তাকে যখন ধরতে আসে বোরকা পরিহিত ব্যক্তিরা তখন সে চিৎকার করত। কীভাবে ১ কিলোমিটার দুরে বাড়ির পাশে তাকে রেখে যায়, এটি একটি বড় প্রশ্ন তৈরি হয়। ঘটনাটি তদন্ত করতে পুলিশের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হবে।’

এদিকে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ