হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে বঙ্গবন্ধু আন্তকলেজ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তকলেজ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, কেবিএম কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল হুদা প্রমুখ।

এ সময় প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম বলেন, ‘বাংলাদেশের আর্কিটেক্ট ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বর্তমানে স্মার্ট বাংলাদেশ তৈরির আর্কিটেক্ট হচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অদম্য ও অপ্রতিরোধ্য গতিতে। তিনি বিভিন্ন সেক্টরের পাশাপাশি ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন করেছেন।’

এর আগে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কাদের বক্স মেমোরিয়াল (কেবিএম) কলেজ। তারা ২-০ গোলে দিনাজপুর সরকারি কলেজকে পরাজিত করে।

উল্লেখ্য, দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টুর্নামেন্টে জেলার আটটি কলেজ অংশ নেয়। কলেজগুলো হচ্ছে-দিনাজপুর সরকারি কলেজ, কাদের বক্স মেমোরিয়াল কলেজ, চেহেলগাজী মহাবিদ্যালয়, আদর্শ মহাবিদ্যালয়, পাঁচবাড়ী মখলেসুর রহমান মহাবিদ্যালয়, ফাসিলাডাঙ্গা কলেজ, শংকরপুর মহাবিদ্যালয় ও গাওসুল আযম কলেজ।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ