হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে আগুনে পুড়ল ৬ দোকান

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি 

ব্যবসায়ীরা দাবি করছেন, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর কিশোরগঞ্জে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে কিশোরগঞ্জ বাজারের কৃষি ব্যাংকের সামনে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা দাবি করছেন, এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল রাত ২টার দিকে শহরের কৃষি ব্যাংকের সামনের ছয়টি দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় দোকানগুলো বন্ধ ছিল। আগুনে কাপড়, লাইব্রেরি, জুতা, ইলেকট্রনিকস-হার্ডওয়্যার গুদামঘরসহ ছয়টি দোকানের আসবাবপত্র, মালামাল ও নগদ অর্থ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

গোধূলি বস্ত্রবিতানের স্বত্বাধিকারী কমল কৃষ্ণ রায় বলেন, ‘কয়েক দিন আগে ২ লাখ টাকার মাল তুলেছি। গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। মধ্যরাতে একজন ফোন করে দোকানে আগুন লাগার খবর জানায়। এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। অনেক কষ্ট করে দোকানে মালামাল তুলেছিলাম, সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গেলাম।’

ব্যবসায়ীরা দাবি করছেন, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্টেশন অফিসার) মহরম আলী বলেন, ‘গতকাল রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আমাদের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার