হোম > সারা দেশ > নীলফামারী

ব্যাটারি চুরির মামলায় বাদীর ছেলেসহ ২ যুবক কারাগারে

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে অটোরিকশার ব্যাটারি চুরির মামলায় দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে একজনকে মামলার বাদীর বাড়ি থেকে ও অপরজনকে আজ (শুক্রবার) ভোরে উপজেলার সোনারায় বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন শাহিনুর ইসলাম (২৩)। তিনি মামলার বাদীর ছেলে এবং উপজেলার দিঘোলটারী এলাকার বাসিন্দা ও তাঁর সহযোগী ফরেস্ট নদীয়াপাড়া এলাকার বাসিন্দা জুয়েল ইসলাম (৩০)।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশার ব্যাটারি চুরি মামলায় বাদীর ছেলেকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদে সহযোগী জুয়েলকে সঙ্গে নিয়ে চুরি করেছে বলে স্বীকারও করে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’  

পুলিশ জানায়, ৭ অক্টোবর বাদী ছবদের আলীর দিঘোলটারী এলাকার বাড়ি থেকে অটোরিকশা চুরি হয়। খোঁজাখুঁজির পর উপজেলা পরিষদের সামনে অটোরিকশাটি পাওয়া গেলেও চারটি ব্যাটারি পাওয়া যায়নি। পরে ৯ অক্টোবর ছবদের আলী বাদী হয়ে অজ্ঞাত আসামির নামে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে বাদীর বাড়ি থেকে তাঁর ছেলে শাহিনুর ইসলামকে গ্রেপ্তার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তিনি ও জুয়েল ইসলাম মিলে তাঁর বাবার অটোরিকশার ব্যাটারি চুরি করে বলে স্বীকারও করেন। আজ শুক্রবার ভোরে উপজেলার সোনারায় বাজার থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরি যাওয়া চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ