হোম > সারা দেশ > কুড়িগ্রাম

চিলমারীতে আবেদনের সাত মাস পেরোলেও বিদ্যুৎ সংযোগ নেই বীর নিবাসে 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে আবেদনের সাত মাস পেরিয়ে গেলেও বিদ্যুৎ পৌঁছায়নি বীর নিবাসে। একাধিকবার যোগাযোগ করেও সংযোগ মিলছে না। এতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শিগগিরই বৈদ্যুতিক সংযোগ দেওয়া হবে। 

স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা জানান, চিলমারীতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরির কাজ চলছে। এরই ধারাবাহিকতায় সরকার দ্বিতীয় ধাপে ৩৫ জন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য বীর নিবাসের বরাদ্দ দেয়। এই ধাপে বরাদ্দ পান উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়িহাট বানুকিশামত এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. আনছার আলী। 

বীর নিবাসের জন্য বৈদ্যুতিক সংযোগের জন্য গত এপ্রিলে সেই সময় দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সুপারিশ নিয়ে সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন করেন আনছার আলী। অন্য সব সুবিধার সঙ্গে বীর নিবাসে বৈদ্যুতিক সুবিধা দেওয়ার কথা থাকলেও আবেদনের সাত মাস পেরিয়ে গেলেও সংযোগ দেয়নি বিদ্যুৎ বিভাগ। 

বীর মুক্তিযোদ্ধা মো. আনছার আলী বলেন, ‘সাত মাস ধরে বিদ্যুৎ অফিসে ঘুরছি। ইউএনওসহ বিভিন্ন স্থানে বারবার ঘুরেও বিদ্যুৎ সংযোগ পাচ্ছি না, ফলে আমার ছেলে মেয়েদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে।’ 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমেদ বলেন, ‘বিদ্যুৎ বিভাগ যদি একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণ করে, তাহলে সাধারণ মানুষের সঙ্গে আরও কত খারাপ করতে পারে। আমরা এর প্রতিকার চাই।’ 

চিলমারী বিদ্যুৎ সাব জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আজিজুল ইসলাম বলেন, ‘একটু সমস্যা ছিল, সমস্যা সমাধান হয়েছে। যেসব বীর নিবাসে সংযোগ বাকি আছে সেসবে দ্রুত সংযোগ দেওয়া হবে।’

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু