হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

আসামি ধরতে গিয়ে হামলার শিকার ২ এসআই, গ্রেপ্তার ৭

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের দুই পুলিশ কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। আহত পুলিশ কর্মকর্তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার পর সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, দিলগাঁও গ্রামের মজিবর রহমানের ছেলে সোহাগ (২৮), খতিবের ছেলে দুলাল হোসেন (২৬), আব্দুল হামিদের ছেলে ফজিল উদ্দিন (৫২), ফজিল উদ্দিনের ছেলে মোকলেসুর রহমান (২২), মরহুম শফিউল্লাহর ছেলে আব্দুল্লাহ (৪৮), ফজিল উদ্দিনের ছেলে রুবেল ইসলাম (২৮) ও আফতাব উদ্দিনের ছেলে হামিদুর রহমান (৫০)। 

এর আগে বুধবার বিকেলে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের দিলগাঁও গ্রামে মাদক মামলার আসামি মাইনুদ্দিন ওরফে ছোটনকে (২৮) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হন দুই পুলিশ কর্মকর্তা। আহতরা হলেন, হরিপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ ও রাশেদুল ইসলাম। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান বলেন, দুজন পুলিশ কর্মকর্তার মধ্যে আব্দুর রশিদ গুরুতর আহত হয়েছেন। 

ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, তুচ্ছ ঘটনায় দিলগাঁওসহ আশপাশ এলাকার মানুষ একটুতে উত্তেজিত হয়। তবে যেন নিরপরাধ মানুষকে হয়রানি না হয় সে জন্য পুলিশে কাছে অনুরোধ জানাই। 

হরিপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) দীন মোহাম্মদ জানান, সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলা করায় ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। 

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে ৬০-৭০ ব্যক্তি দলবদ্ধভাবে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করে হরিপুর হাসপাতালে ভর্তি করা হয়।

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু