হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ঘাঘট লেক পরিষ্কার কার্যক্রম শুরু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা শহরে ঘাঘট লেক পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে। আজ শক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কার্যক্রম উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। গাইবান্ধা জেলা প্রশাসন ও পৌরসভার যৌগ উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়। 

এ সময় জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ‘শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ঘাঘট লেক পরিষ্কার অভিযান দিয়ে শুরু করলাম। লেকে কচুরি পানা জমে থাকায় শহরের পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। লেক পরিষ্কার থাকলে পানির স্রোত অব্যাহত রাখতে পারলে পৌর শহরে কোনো ময়লা পানি জমতে পারবে না।’ যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলানো থেকে সাধারণ জনগণকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। 

জেলা প্রশাসক আরও বলেন, ‘জেলায় যেসব জায়গা অপরিচ্ছন্ন রয়েছে, সেগুলো পরিষ্কার করা দরকার। আর দেরি করতে চাই না। আমার একটা প্রত্যাশা থাকবে, শুধু লেকগুলোই পরিষ্কার হবে তা নয়। আগামী দিনেও যাতে লেকগুলো পরিষ্কার থাকে এবং যত্ন নেওয়া হয়, সেই ব্যবস্থা আমরা সবাই মিলে করব।’  

এ সময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার মোশররফ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসানসহ অনেকেই।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ