হোম > সারা দেশ > রংপুর

রাস্তার পাশে পড়ে ছিল স্বেচ্ছাসেবক দল নেতার মরদেহ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি ফেরদৌস আহমেদের (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

ফেরদৌস আহমেদ সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দবাজার এলাকার নুরল হকের ছেলে। তিনি খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে বিএনপির একটি সভায় যোগ দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ফেরদৌস আহমেদ। রাত গভীর হলেও বাড়ি না ফেরায় যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পায় তার পরিবার। পরে লালমনিরহাট শহরে খুঁজতে এসে মিশন মোড়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পায়। পরে আজ সোমবার সকালে মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকায় রাস্তার পাশে ফেরদৌসের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। সদর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, মৃতের পরিবারের দেওয়া তথ্য মতে ফেরদৌস বেশ কিছু টাকা নিয়ে বিএনপির সভায় যোগদানের কথা বলে বেরিয়ে পড়লেও বাড়ি ফেরেননি। পরে সোমবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে এটি একটা হত্যাকাণ্ড। এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি তার পরিবার। পুরো ঘটনা তদন্ত করছি।

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা