হোম > সারা দেশ > কুড়িগ্রাম

সাবেক এমপি বিপ্লবসহ ২৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি

পুলিশের হাতে আটক সাবেক চেয়ারম্যানসহ তিনজন। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বিপ্লব হাসান পলাশসহ ৫০ জনের নামে হত্যাচেষ্টার মামলা হয়েছে। গতকাল বুধবার চিলমারী মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

একই দিন রাতে অভিযান চালিয়ে ওই মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদী সাহেব আলী (১৯)। তিনি চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের মুদাফৎ থানা এলাকার আমিনুল ইসলামের ছেলে।

গ্রেপ্তার তিন আসামি হলেন রমনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি নুর ই এলাহী তুহিন, ছাত্রলীগ কর্মী সামিউল ইসলাম ওরফে সাগর মিয়া এবং আওয়ামী লীগ কর্মী জাকিউল ইসলাম।

মামলার এজাহারের বরাতে ওসি জানান, গত বছরের ২ আগস্ট চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে হামলায় বাদী সাহেব আলীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় সাবেক এমপি বিপ্লব হাসান পলাশকে প্রধান আসামি করে মামলা হয়েছে।

ওসি মুশাহেদ খান বলেন, মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু