হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, আলু ৭০ 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে আলু ৩০ থেকে ৩৫ ও পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। স্থানীয় খুচরা বাজারে প্রতি কেজি আলু ৭০ ও পেঁয়াজের দাম ১৩০ টাকা। ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকির অভাবেই এভাবে বেশি দাম নেওয়ার সুযোগ পাচ্ছে ফড়িয়া ও খুচরা বিক্রেতারা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় আলু পাইকারি সর্বোচ্চ ২৭, খুচরা ৩৬, পেঁয়াজ পাইকারি ৫৪, খুচরা ৬৫ টাকা বিক্রির নির্ধারণ করে দেয়। সরকার নির্ধারিত দামে আলু ও পেঁয়াজ বিক্রি হচ্ছে কিনা তা তদারকির জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। কিন্তু সরকার নির্ধারিত সেই দামে আলু ও পেঁয়াজ বিক্রি হচ্ছে না। 

আজ সোমবার সরেজমিন শহরের আখতার হোসেন বাদল আধুনিক পৌর সবজি বাজার ও রেলওয়ে গেট বাজারে গিয়ে দেখা গেছে, দেশি আলুর কেজি ৭০, শীল বিলাতি (স্থানীয় নাম) ৭৫, স্টিক (লাল) ও কার্ডিনাল জাতের আলু ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ ১৩০ টাকা কেজি ও হাইব্রিড ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

রিক্তা পারভীন নামের এক ক্রেতা বলেন, মাত্র তিন দিন আগেই প্রতি কেজি দেশি পেঁয়াজ কিনেছি ৮০ টাকায়। আর আজ সেই পেঁয়াজ কিনতে হলো ১৩০ টাকায়। তিনি অভিযোগ করেন, বাজার মনিটরিংয়ের অভাবেই এভাবে দাম বেশি নেওয়ার সুযোগ পাচ্ছে খুচরা বিক্রেতারা। 

গেট বাজারের খুচরা সবজি বিক্রেতা আরমান হোসেন বলেন, ‘আমরা সরকার নির্ধারিত পাইকারি দামে কিনতে পারছি না। তাই যে দামে কিনেছি তার থেকে ৫ টাকা লাভে বিক্রি করছি।’ 

এ প্রসঙ্গে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান বলেন, খুব শিগগিরই বাজার তদারকি করা হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ