হোম > সারা দেশ > কুড়িগ্রাম

আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ২ ছাত্রলীগ নেতা রিমান্ডে

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি ঝিনুক মিয়াকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। 

আজ শনিবার কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় এ আদেশ দেন। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তার বিন্দু ও ঝিনুককে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ওসি মাসুদুর রহমান বলেন, ‘শনিবার থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

এর আগে গতকাল শুক্রবার বিকেলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিন ছাত্রলীগ কর্মী আহত হওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা-কর্মীদের মারধরে নিহত হন আওয়ামী লীগ নেতা সোহান। এ ঘটনায় সোহানের স্ত্রী বাদী হয়ে বিন্দু ও ঝিনুকসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাত-আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ গতকাল রাতেই মূল অভিযুক্ত বিন্দু ও ঝিনুককে গ্রেপ্তার করে। 

ময়নাতদন্ত শেষে আজ বেলা ৩টার দিকে জানাজা শেষে সোহানকে শহরের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। আওয়ামী লীগ, যুবলীগ, বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা ছাড়াও সোহানের বন্ধু, আত্মীয় ও এলাকাবাসী জানাজায় অংশ নেন। ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলায় আওয়ামী লীগ নেতার মৃত্যুতে ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জেলা আওয়ামী লীগ।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ