হোম > সারা দেশ > দিনাজপুর

আবদুল হামিদের বিদেশযাত্রা: সৈয়দপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার পথ আটকালেন শিক্ষার্থীরা

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি 

শিক্ষার্থীরা আজ সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়ক অবরোধ করায় আটকা পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরে রংপুর বিভাগের আট জেলার ডিসি-এসপিদের সঙ্গে বৈঠক শেষে ঢাকায় ফিরতে সৈয়দপুর বিমানবন্দরে যাচ্ছিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ খবর পেয়ে সৈয়দপুরের বৈষম্যবিরোধী ছাত্ররা বিমানবন্দর সড়ক অবরোধ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশে চলে যাওয়ার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন।

এতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দর সড়কে আটকা পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা। তখন তিনি বৈষম্যবিরোধী ছাত্রদের প্রশ্নের জবাব দেন। উপদেষ্টা বলেন, ‘স্বৈরাচার সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশে চলে যাওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে।’

এ সময় শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘিরে ধরেন এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরেও কীভাবে দেশত্যাগ করলেন, জানতে চান। তাঁদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবে সরকার। ইতিমধ্যে জড়িতদের বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।’

অবরোধ কর্মসূচিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সৈয়দপুরের ছাত্র প্রতিনিধি মোহাম্মদ সোয়েব, একরামুল হক বিজয়, তৌহিদ মোক্তার, আসিফ হোসেনসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা