হোম > সারা দেশ > গাইবান্ধা

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের ১৪ বছর কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় মেহেদী হাসান (১৮) নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এই রায় দেন। 

রায় ঘোষণার সময় আসামি মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষের আইনজীবী মহিবুল হক এ রায় প্রদানের কথা নিশ্চিত করেছেন। আসামি মেহেদী হাসান গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ গ্রামের জবেদ আলীর ছেলে। 

মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের সময় প্রায়ই উত্ত্যক্ত করতেন মেহেদী হাসান। ২০১৮ সালের ৪ এপ্রিল স্কুলছাত্রী পলাশবাড়ী উপজেলার এক গ্রামে আত্মীয়ের বাড়িতে যায়। ওই বাড়ি থেকে ১০ এপ্রিল বিকেলে পাশের রাস্তায় ঘুরতে গেলে আগে থেকে ওত পেতে থাকা মেহেদী হাসান স্কুলছাত্রীকে অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে। এ ঘটনার পর ১৬ এপ্রিল স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মহিবুল হক বলেন, ‘আসামি সাক্ষ্য-প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ রায় দেন। 

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা