গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজুফা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বিশুলিয়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। অজুফা বেগম ওই গ্রামের আনিছুর রহমানের স্ত্রী এবং তিন সন্তানের জননী।
স্থানীয়রা জানান, আজ সন্ধ্যার দিকে অফুজা বেগমকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জের বৈরাগীরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অফুজা বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত চলছে।’