হোম > সারা দেশ > রংপুর

আবু সাঈদ হত্যাকাণ্ড: সৈয়দপুর বিমানবন্দর থেকেই ঢাকায় ফিরে গেল তদন্ত কমিশন

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

রংপুর পৌঁছাতে পারেননি কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ ও অন্য কয়েকজন নিহতের তদন্তে আজ রোববার সকালে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুরে আসে কমিশন। কিন্তু অসহযোগ আন্দোলনের কারণে বিমানবন্দর থেকেই আবার ঢাকায় ফিরে যেতে বাধ্য হয়েছেন। আজ বেলা পৌনে ৩টার দিকে প্রেস বিফ্রিং করে এ তথ্য জানায় তদন্ত কমিশন। 

প্রেস বিফ্রিংয়ে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান বলেন, তিনিসহ কমিশনের অন্য ২ সদস্য দুপুরে তদন্তকাজে রংপুর যাওয়ার উদ্দেশে তারা ঢাকা থেকে একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে আসেন। সৈয়দপুর থেকে সড়কপথে রংপুর যাওয়ার কথা ছিল। কিন্তু অসহযোগ আন্দোলনে নিরাপত্তার কথা বিবেচনায় স্থানীয় প্রশাসন তাদের যেতে নিরুৎসাহিত করেন। 

তাই তাদের সৈয়দপুর বিমানবন্দর থেকেই আবার বিমানে করে ঢাকায় ফিরে যেতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই তদন্তের জন্য রংপুরে আসবেন বলে জানান তিনি।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ