হোম > সারা দেশ > দিনাজপুর

খরায় মাঠ ফেটে চৌচির, বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

অনাবৃষ্টি আর প্রচণ্ড তাপে আবাদি জমি ফেটে চৌচির, নষ্ট হচ্ছে ফসল। অনেকেই রোপণ করতে পারছে না আমন ধানের চারা। প্রচণ্ড রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় দিনাজপুরের ফুলবাড়ীতে বিশেষ নামাজ সালাতুল ইস্তেখারা আদায় করেছেন এলাকাবাসী। 

আজ রোববার সকাল সোয়া ৮টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পানিকাটা দাখিল মাদ্রাসা মাঠে এই বিশেষ নামাজ আদায় করা হয়। বিশেষ এ নামাজে ওই এলাকার প্রায় শতাধিক মুসল্লি অংশ নেন। 

সালাতুল ইস্তেখারা নামাজ পরিচালনা করেন, পানিকাটা দাখিল মাদ্রাসার সুপার মো. আরিফুল হক। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবুল হোসেন শাহ। 

স্থানীয় কৃষক মুন্না আলী ও আব্দুল গোফ্ফার বলেন, ‘অনাবৃষ্টির কারণে জমিতে পানি না থাকায় মাটি ফেটে চৌচির হয়ে গেছে। এতে আমন চাষাবাদ নিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে। এ কারণে আমরা এই বিশেষ নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করেছি।’ 
 
পানিকাটা দাখিল মাদ্রাসার সুপার মো. আরিফুল হক বলেন, ‘ভরা বর্ষাকালেও দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় এলাকায় পানির জন্য হাহাকার পড়েছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আর এই চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয়, অর্থাৎ পানির জন্য দোয়া করা। এই নামাজ তিন দিন পড়া হয়, সেই আলোকে আমরা গতকাল শনিবার সকালে প্রথম নামাজ আদায় করেছি। আজ দ্বিতীয় নামাজ আদায় করলাম এবং আগামীকাল সোমবার তৃতীয় নামাজ আদায় করব।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ