হোম > সারা দেশ > দিনাজপুর

খরায় মাঠ ফেটে চৌচির, বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

অনাবৃষ্টি আর প্রচণ্ড তাপে আবাদি জমি ফেটে চৌচির, নষ্ট হচ্ছে ফসল। অনেকেই রোপণ করতে পারছে না আমন ধানের চারা। প্রচণ্ড রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় দিনাজপুরের ফুলবাড়ীতে বিশেষ নামাজ সালাতুল ইস্তেখারা আদায় করেছেন এলাকাবাসী। 

আজ রোববার সকাল সোয়া ৮টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পানিকাটা দাখিল মাদ্রাসা মাঠে এই বিশেষ নামাজ আদায় করা হয়। বিশেষ এ নামাজে ওই এলাকার প্রায় শতাধিক মুসল্লি অংশ নেন। 

সালাতুল ইস্তেখারা নামাজ পরিচালনা করেন, পানিকাটা দাখিল মাদ্রাসার সুপার মো. আরিফুল হক। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবুল হোসেন শাহ। 

স্থানীয় কৃষক মুন্না আলী ও আব্দুল গোফ্ফার বলেন, ‘অনাবৃষ্টির কারণে জমিতে পানি না থাকায় মাটি ফেটে চৌচির হয়ে গেছে। এতে আমন চাষাবাদ নিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে। এ কারণে আমরা এই বিশেষ নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করেছি।’ 
 
পানিকাটা দাখিল মাদ্রাসার সুপার মো. আরিফুল হক বলেন, ‘ভরা বর্ষাকালেও দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় এলাকায় পানির জন্য হাহাকার পড়েছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আর এই চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয়, অর্থাৎ পানির জন্য দোয়া করা। এই নামাজ তিন দিন পড়া হয়, সেই আলোকে আমরা গতকাল শনিবার সকালে প্রথম নামাজ আদায় করেছি। আজ দ্বিতীয় নামাজ আদায় করলাম এবং আগামীকাল সোমবার তৃতীয় নামাজ আদায় করব।’

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ