হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

গাছ চুরির মামলায় ঠাকুরগাঁওয়ে কাউন্সিলর গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও পৌরসভার গাছ চুরি করে বিক্রির অভিযোগে ওই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জমিরুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের কালীবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে বুধবার সকালে পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল হুদা বাদী হয়ে অজ্ঞাত কয়েক ব্যক্তিকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে ঠাকুরগাঁও পৌরসভার মালিকানার জাগরণী ক্লাব-সংলগ্ন পুকুরপাড়ের একটি বড় মেহগনি গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। পরে পৌর কর্তৃপক্ষের নজরে এলে ওই দিনই পৌরসভায় জরুরি সভা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তে গাছটি কাউন্সিলর জমিরুল ইসলামের নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাটা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। এরপর গতকাল বুধবার থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় গাছটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়। পরে জমিরুলকে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। 

সদর থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, পৌরসভার গাছ চুরি করে বিক্রির অভিযোগে দায়েরকৃত মামলায় কাউন্সিলর জমিরুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজ বৃহস্পতিবার আসামিকে আদালতে তোলা হবে। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ