হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে ঘরের দরজা ভেঙে মিলল চিকিৎসকের ঝুলন্ত লাশ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে রিয়াজুল হাসান শুভ (২৭) নামে এক নবীন চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে শহরের উত্তর জালাসীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। 

শুভ এ মহল্লার বাসিন্দা এবং জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী হাফিজুর রহমানের ছেলে। ডা. রিয়াজুল হাসান শুভ ২০২১ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ইন্টার্নি শেষ করে ২০২২ সালে রংপুরে একটি বেসরকারি হাসপাতালে চাকরি নেন। 

পুলিশ ও স্বজনেরা জানান, রোববার দুপুরবেলা খাবারের পর শুভ ঘরে ঢোকেন। এরপর আর বের হননি। প্রায় সন্ধ্যার সময় তাঁকে ডাকা হয়। কিন্তু কোনো সাড়া না পেয়ে পরিবারের একজন ঘরে উঁকি দিয়ে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। 

ডা. শুভর বন্ধু হাবিব বলেন, একই মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে গত বছর পারিবারিকভাবে বিয়ে হয় তাঁর। তবে বিয়ের পরে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। তাঁদের দুই পরিবারের অমিলসহ নানা কারণে শুভ মানসিকভাবে চাপে ছিল। এ থেকেই হয়তো সে এই পথটি বেছে নিয়েছে। 

পঞ্চগড় থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলালউদ্দিন বলেন, ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে তদন্ত চলছে। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কেছে হস্তান্তর করা হয় এবং আজ সোমবার সকালে পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। 

এদিকে খবর পেয়ে জেলা ও দায়রা জজ শরীফ হোসেন হায়দার ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ