হোম > সারা দেশ > রংপুর

রংপুরে যুবকের চায়নিজ কুড়ালের কোপে শিশুর মৃত্যু, কারাগারে ৬

রংপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরের পীরগঞ্জে চায়নিজ কুড়াল দিয়ে শিশু হত্যার ঘটনায় মূল আসামি বিটুল মিয়াসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টায় পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে বিটুলকে গ্রেপ্তার করা হয়। বিটুল ভেন্ডাবাড়ী ইউনিয়নের রাঙ্গাপুকুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।

বিষযটি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে বেলাল হোসেন (১২) তার দুই বন্ধুকে নিয়ে বাড়ির পাশের বড়দহ বটতলা এলাকায় গরুর ঘাস আনতে যায়। এ সময় বিটুল মিয়া সেখানে বেলালের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করেন। তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হলে একপর্যায়ে চায়নিজ কুড়াল দিয়ে বেলাল হোসেনের মাথায় কোপ দেন বিটুল। এ দেখে বেলালের দুই বন্ধু চিৎকার করলে বিটুল পালিয়ে যান এবং এলাকাবাসী এগিয়ে এসে বেলালকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে বেলালের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

এ ঘটনায় শিশুর বাবা মোখলেছার রহমান ওই দিন রাতেই বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। এরপর তাঁদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। ভোররাত ৩টার দিকে পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে বিটুল, তাঁর নানা-নানি, দুই মামাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

ওসি ফারুক বলেন, চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে শিশু হত্যার ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামে। রাতেই মূল আসামিসহ ছয়জনকে গ্রেপ্তারসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি