দিনাজপুরের নবাবগঞ্জে পানি ভর্তি বালতিতে পড়ে তসলিমা নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু তসলিমা উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর গ্রামের মন্ডবচাঁন পাড়ার মো. তারা মণ্ডলের মেয়ে।
নিহত শিশুর চাচা মো. রজব আলী আজকের পত্রিকাকে জানান, আজ সোমবার সকাল ১০টার দিকে শিশুর মা গরু বাঁধতে মাঠে গেলে শিশু তসলিমা বাড়ির গোয়াল ঘরে থাকা পানি ভর্তি বালতিতে পড়ে যায়। পরে শিশুর মা বাড়িতে এসে বালতি থেকে তসলিমাকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশু তসলিমা মৃত ঘোষণা করে।
ইউপি চেয়ারম্যান মো. রাশেদুল কবির রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।