হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২ 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এদের একজন ট্রাকের চালক, অপরজন বাসের যাত্রী। এ ঘটনায় আহত অন্তত ৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদ হাসান বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, বালুবাহী ট্রাকের চালক পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আকরাম হোসেন (৩৫) এবং বাসের যাত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে জান্নাত আরা (১২)।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক শাহিন বলেন, ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল মা এন্টার প্রাইজ নামের একটি নৈশকোচ। অন্যদিকে পঞ্চগড় থেকে বালুবাহী একটি ট্রাক গোবিন্দগঞ্জে যাচ্ছিল। রাত সাড়ে ৩টার দিকে চড়ারহাট টুলটুলিপাড়া এলাকায় বাস ও ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও এক শিশু নিহত হয়।

নবাবগঞ্জ থানার ওসি তাওহীদ হাসান আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। ক্ষতিগ্রস্ত ট্রাক ও বাসটি উদ্ধার করে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাকচালক আকরাম হোসেনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা