হোম > সারা দেশ > লালমনিরহাট

তিস্তার ভাঙন রোধে বাঁধে জিও ব্যাগ ফেলার দাবি

লালমনিরহাট প্রতিনিধি

বর্ষা শুরু হতেই তিস্তা নদীর লালমনিরহাটের মহিষখোচায় ভাঙন দেখা দিয়েছে। বসতভিটা আর ফসলি জমি রক্ষায় বাঁধে জরুরি জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন করেছেন নদীপাড়ের মানুষ। আজ শুক্রবার বিকেলে মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকায় তিস্তার তীরে ব্যানার হাতে শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। 

মানববন্ধনে তাঁরা জানান, কয়েক দিনের বৃষ্টি আর উজানের ঢেউয়ে পানিতে ভরে উঠেছে তিস্তা নদী। বর্ষা শুরু হতেই তিস্তার বাঁ তীরের মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া ও গরিবুল্লাহপাড়া গ্রামে ভাঙন দেখা দিয়েছে। অসময়ের ভাঙনে শঙ্কিত নদীপাড়ের মানুষ। গত সপ্তাহে চার-পাঁচটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগে বাঁধ দেওয়া প্রয়োজন। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করেও কোনো সুফল পাননি। এ কারণে মানববন্ধনের আয়োজন করেন নদীপাড়ের মানুষ। 

তাদের দাবি, স্থায়ী বাঁধ নির্মাণে বিলম্ব হলেও জরুরি ভিত্তিতে বাহাদুরপাড়া ও গরিবুল্লাহপাড়া এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন এলাকা রক্ষা করা। অন্যথায় ওই এলাকার ৩০০ থেকে ৪০০ পরিবার গৃহহীন হয়ে যাবে। কয়েক শত হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যাবে। 

মানববন্ধনে বক্তব্য দেন মহিষখোচা বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক নুরে আলম সেফাউল, স্থানীয় বাসিন্দা মিন্টু মিয়া, আব্দুল্লাহ খান, আফজাল হোসেন, শিরিন আক্তার ও রিপন মিয়া প্রমুখ।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড