হোম > সারা দেশ > লালমনিরহাট

তিস্তার ভাঙন রোধে বাঁধে জিও ব্যাগ ফেলার দাবি

লালমনিরহাট প্রতিনিধি

বর্ষা শুরু হতেই তিস্তা নদীর লালমনিরহাটের মহিষখোচায় ভাঙন দেখা দিয়েছে। বসতভিটা আর ফসলি জমি রক্ষায় বাঁধে জরুরি জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন করেছেন নদীপাড়ের মানুষ। আজ শুক্রবার বিকেলে মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকায় তিস্তার তীরে ব্যানার হাতে শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। 

মানববন্ধনে তাঁরা জানান, কয়েক দিনের বৃষ্টি আর উজানের ঢেউয়ে পানিতে ভরে উঠেছে তিস্তা নদী। বর্ষা শুরু হতেই তিস্তার বাঁ তীরের মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া ও গরিবুল্লাহপাড়া গ্রামে ভাঙন দেখা দিয়েছে। অসময়ের ভাঙনে শঙ্কিত নদীপাড়ের মানুষ। গত সপ্তাহে চার-পাঁচটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগে বাঁধ দেওয়া প্রয়োজন। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করেও কোনো সুফল পাননি। এ কারণে মানববন্ধনের আয়োজন করেন নদীপাড়ের মানুষ। 

তাদের দাবি, স্থায়ী বাঁধ নির্মাণে বিলম্ব হলেও জরুরি ভিত্তিতে বাহাদুরপাড়া ও গরিবুল্লাহপাড়া এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন এলাকা রক্ষা করা। অন্যথায় ওই এলাকার ৩০০ থেকে ৪০০ পরিবার গৃহহীন হয়ে যাবে। কয়েক শত হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যাবে। 

মানববন্ধনে বক্তব্য দেন মহিষখোচা বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক নুরে আলম সেফাউল, স্থানীয় বাসিন্দা মিন্টু মিয়া, আব্দুল্লাহ খান, আফজাল হোসেন, শিরিন আক্তার ও রিপন মিয়া প্রমুখ।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ