হোম > সারা দেশ > রংপুর

চাঁদা আদায়ের অডিও ভাইরাল, বিএনপি নেতাকে জরিমানা-শোকজ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

বিএনপি নেতা শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী হাটে চাঁদা আদায়-সংক্রান্ত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় হাট ইজারাদার ও বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার (১৩ মে) অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ঊর্মি হাটে গিয়ে সত্যতা পান এবং তাৎক্ষণিকভাবে ইজারাদার শহিদুলকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

ভাইরাল কল রেকর্ডে শহিদুল ইসলামের সঙ্গে ছালাম নামের এক ব্যক্তির কথোপকথনে চাঁদা আদায়ের বিষয়টি স্পষ্ট হয়। এদিকে ফোনালাপটি ছড়িয়ে পড়ার পর গতকাল রাতেই বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। দলীয় প্যাডে উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী স্বাক্ষরিত ওই নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে হাট ইজারাদার ও বিএনপি নেতা শহিদুল ইসলাম বলেন, এটি একটি ভুল-বোঝাবুঝি, যা শিগগির মিটে যাবে।

তবে উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার বলেন, ‘দলের গুরুত্বপূর্ণ পদে থেকে শহিদুল ইসলামের এমন কর্মকাণ্ড গঠনতন্ত্রবিরোধী। তাঁর বিরুদ্ধে অডিও, ভিডিওসহ একাধিক প্রমাণ আমাদের হাতে এসেছে। সহকারী কমিশনার (ভূমি) তদন্ত করে সত্যতা পাওয়ার পর জরিমানা করেছেন। আমরা তাঁকে ৭২ ঘণ্টার সময় দিয়েছি। সন্তোষজনক জবাব না পেলে দলীয়ভাবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ঊর্মি বলেন, ‘অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ পেয়ে আমরা বেতগাড়ী হাটে যাই এবং প্রমাণ পাই। এরপর হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল