হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণ, কিশোরের মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাহেন্দ্র ট্রাক্টরের চাকা অতিরিক্ত হাওয়ার চাপে বিস্ফোরণ ঘটে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারের এক ইঞ্জিনিয়ারিং দোকানে এ ঘটনা ঘটেছে।

নিহত কিশোরের নাম আলামিন (১৬)। সে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর ফুলপাড় গ্রামের জালাল উদ্দীনের ছেলে। পার্শ্ববর্তী হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল আল আমিন। পড়াশোনার পাশাপাশি সে ওই দোকানে কাজ করত।

প্রত্যক্ষদর্শীরা বলছে, প্রতিদিনের মতো সকালে ওয়ার্কশপের দোকান খুলে একটি মাহেন্দ্র ট্রাক্টরের পেছনের চাকায় হাওয়া দিচ্ছিল ওই কিশোর। এমন সময় হঠাৎ করেই হাওয়া দেওয়া চাকাটি বিস্ফোরিত হয়। এতে ওই কিশোর আলামিন ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে নেওয়ার পথে সেতাবগঞ্জ নামক স্থানে তার মৃত্যু হয়।

ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের ওই দোকানের মালিক রবিউল ইসলাম আজকের পত্রিকাকে জানান, টায়ার বিস্ফোরিত হয়ে হাসপাতালে নেওয়ার পথে আলামিন মারা গেছে। বিষয়টি খুব দুঃখজনক।

এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি জেনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ