হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

রানীশংকৈলে ছাগলের চামড়া ৫, গরু সর্বোচ্চ ৬০০ টাকা

প্রতিনিধি, রানীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলায় কোরবানির গরু-ছাগলের চামড়ার দাম একবারেই কম। ছাগলের চামড়া ৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ টাকা, গরুর চামড়া ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে।

তবে সাধারণ মানুষের বাড়ি বাড়ি থেকে চামড়া কিনে বেড়ানো ফড়িয়াদের এবার খুব একটা দেখা মেলেনি বলে দাবি সাধারণ মানুষের। এবারে বাজারে গিয়েই চামড়া বিক্রি করতে হচ্ছে তাদের। ফড়িয়ারা বলছে এবারে চামড়ার আমদানি কম পাশাপাশি দামও কম।

পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চামড়া কেনা ফড়িয়া সামাদ ও সুইদল হকের সাথে কথা হলে তাঁরা জানান, দুই শ গরু ও ছাগলের চামড়া কিনেছেন। ছাগলের চামড়া ৩ টাকা থেকে সর্বোচ্চ ৫০ টাকা ও গরুর চামড়া ৫০ থেকে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত ক্রয় করেছেন।

স্থানীয় এক মাদ্রাসার মুহতামিম মাজেদুল ইসলাম বলেন, আমরা গরু-ছাগলের মোট ১৮টি চামড়া পেয়েছি। তাতে ষাঁড় তিনটির চামড়া ১ হাজারে ১০০ ও গাভির ৬টি ৯০০ টাকা ও ছাগলের ৯টি ৯০ টাকা বিক্রি করেছি।

উপজেলার বাঁশবাড়ী গ্রামের বাসিন্দা কবির বলেন, গরু জবাই করেছি সেই ১২টায় বিকেল গড়িয়ে এলেও চামড়া কিনতে আসেনি পড়ে তা মাটিতে পুতে দিয়েছি। সন্ধারই গ্রামের বাসিন্দা সুমন পাটোয়ারী বলেন, চামড়া কেনার কোন পার্টি পায়নি। তবে গরুর চামড়াটি স্থানীয় একটি মাদ্রাসায় দিয়েছি।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ