হোম > সারা দেশ > নীলফামারী

চাঁদাবাজি বন্ধের দাবিতে মালিক ও শ্রমিকদের বিক্ষোভ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকেরা। আজ শনিবার নীলফামারীর ডিমলা উজপেলার স্মৃতি অম্লান চত্বরে। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর ডিমলায় পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধসহ চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকেরা। আজ শনিবার দুপুরে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সহযোগিতায় উপজেলার স্মৃতি অম্লান চত্বরে ডিমলা উপজেলার সর্বস্তরের অটোরিকশা শ্রমিকের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় অটোরিকশা থেকে বিভিন্ন সমিতির নামে দৈনিক চাঁদা আদায়সহ থানায় রিকুইজিশনের নামে ৪০০-৫০০ টাকা করে আদায়ের অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

এ ছাড়া প্রধান সড়কগুলোর ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবি জানিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন তাঁরা। দাবি না মানলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।

ডিমলা উপজেলার সর্বস্তরের অটোরিকশা শ্রমিকের আহ্বায়ক আলম ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিগত ১৫ বছর এই উপজেলায় চলাচলরত প্রায় তিন হাজার অটোরিকশা থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করত সাবেক সংসদ সদস্য আফতাবের লোকজন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে চালকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। কিন্তু বর্তমানে এ সেক্টরটি হাতবদল হয়ে নতুন করে অটোরিকশাচালকদের কাছ থেকে আবারও চাঁদা আদায় শুরু হয়েছে। দালাল চক্রকে নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে জোরজবরদস্তি করে থানায় রিকুইজিশনে খাটানো হচ্ছে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড