হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে সহকর্মীকে হত্যাচেষ্টাকারীর বিচারের দাবিতে প্রতিবন্ধীদের বিক্ষোভ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে শাবলের আঘাতে বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী নুরুল ইসলামকে (৪৫) হত্যাচেষ্টার ঘটনায় তাঁর স্ত্রীসহ আসামিদের বিচারের দাবিতে আন্দোলন করেছেন উপজেলার প্রতিবন্ধীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের চৌমাথা মোড়ে রংপুর-ঢাকা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা। কর্মসূচিতে এলাকার সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেন। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা বাক্‌ ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রফিক মিয়া। 

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্য বাক্‌প্রতিবন্ধী মোশারফ হোসেন, বাদল মিয়া, মিঠু মিয়া ও মিজানুর রহমান। ইশারায় তাঁদের দেওয়া বক্তব্যে সহায়তা করেন সংগঠনের সদস্য মাহফুজা আক্তার মনি। 

এ সময় বক্তারা বলেন, ‘গত ২৭ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের কালুগাড়ী গ্রামে স্ত্রীর শাবলের আঘাতে মাথার ঘিলু বেরিয়ে যায় প্রতিবন্ধী নুরুল ইসলামের। তিনি অদ্যাবধি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাঁর মাথায় ১৪৮টি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার নুরুলের স্ত্রী সাজেদা বেগম পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করলেও আমাদের বিশ্বাস একজন নারীর পক্ষে তাঁর স্বামীকে এভাবে আঘাত করা সম্ভব নয়। এর পেছনে এক বা একাধিক ব্যক্তির প্রত্যক্ষ মদদ রয়েছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’ 

এ সময় আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন গাইবান্ধা জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া, পলাশবাড়ী পৌরসভার প্যানেল মেয়র আসাদুজ্জামান শেখ ফরিদ, ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান, শ্রমিকনেতা সুরুজ হক লিটন, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, প্রেসক্লাব পলাশবাড়ীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম ও ব্যবসায়ী ইউসুব আলী টিপু প্রমুখ। 

এর আগে ২৭ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের কালুগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে অভিযুক্ত ওই নারীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার সাজেদাকে প্রধান আসামি করে দায়েরকৃত মামলায় আরও তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

নুরুল কালুগাড়ী গ্রামের রহিম উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান। দাম্পত্যজীবনে তাঁদের দুই ছেলেমেয়ে রয়েছে। 

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘দাম্পত্য কলহের জের ধরে সাজেদা শাবল দিয়ে নুরুলকে আঘাত করেছেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ