হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, ভারতীয় নাগরিক ফেরত দিল গরু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মানিককাজী গ্রামের গোয়াল ঘর থেকে রাতের আঁধারে দু’টি গরু নিয়ে যান ভারতীয় দুই নাগরিক। সোমবার বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর রাতে গরু দুটি ফেরত দেওয়া হয়। এর আগে রোববার রাতে গরু দু’টি নিয়ে যাওয়া হয়। লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

গরু নিয়ে যাওয়া ভারতীয় নাগরিকেরা হলেন ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার কালামাটি কলোনি এলাকার আব্দুল মোতালেব ও জমশের আলী। কালামাটি কলোনি এলাকাটি ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরে পড়েছে। 

মানিককাজী এলাকার বাসিন্দা ও গরু দুটির মালিক নূরুজ্জামান সরকার ও ফারুক আহম্মেদ জানান, সোমবার সকালে গোয়াল থেকে গরু বের করতে গিয়ে দেখেন দুটি গরু নাই। গরুর পায়ের ছাপ দেখে বুঝতে পারেন এগুলো রাতের আঁধারে ভারতীয় ভূ-খণ্ডের কালামাটি কলোনি এলাকার দিকে নিয়ে যাওয়া হয়েছে। লোক মারফত কালামাটি কলোনিতে খোঁজ নিয়ে জানতে পারেন গরু দুটি সেখানে রয়েছে। আব্দুল মোতালেব ও জমশের আলী নামের ভারতীয় দুই নাগরিক গরু দু’টি নিয়ে গেছেন। তাঁরা বিষয়টি বিজিবিকে জানান। 

স্থানীয়রা জানান, ভারতীয় ওই নাগরিকেরা গরু নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও গরু ফেরত দিতে অসম্মতি জানায়। তাঁরা দাবি করেন তাদের দু’টি গরু নাকি বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। ওই গরু দুটি ফেরত না পেলে তারা মানিককাজী থেকে নিয়ে যাওয়া গরু দু’টি ফেরত দেবেন না। 

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে গরু নিয়ে যাওয়া ভারতীয় নাগরিক মোতালেব সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি জমিতে কাজ করতে এলে স্থানীয়রা তাঁকে গরু ফেরত দিতে বলেন। তিনি গরু ফেরত দিতে অসম্মতি জানালে স্থানীয়রা তাকে বিজিবির নিকট হস্তান্তর করে। বিকেলে এ বিষয়ে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় বকনীর পাড় কাটা ব্রিজ এলাকায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি এ সময় মোতালেবকে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে রাতে মানিককাজী এলাকায় বিজিবির নিকট গরু দুটি হস্তান্তর করা হয়। 

লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, আটক ভারতীয় নাগরিককে বিএসএফের নিকট হস্তান্তর করা হয়েছে। ভারতীয় নাগরিক গরু দুটি ফেরত দিয়েছেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ